জাফর ইকবাল ছোটদের নিয়ে যত গুলো বই লিখছে তাদের মধ্যে আমি তপু অন্যতম শেরা একটি বই। ছোট তপু কিভাবে সকল প্রতিকূলতার মধ্যে থেকেও গণিত অলিম্পিয়াডে সেরা পুরষ্কার পায় তার গল্প। ছোটদের জন্য অনুপ্রেরনার গল্প। বইটি কিশোরদের জন্য। আমি বয়সে অনেক বড় হয়ে গেছি, তার পর ও বইটি অনেক ভালো লাগে। আসা করি আপনাদের ও ভালো লাগবে।
আমি তপু এর সার সংক্ষেপঃ
কোন কিছু বোঝার আগেই তপুর জীবনটা পাল্টে গেলো চিরোদিনের মতই। দেখতে দেখতে তার আপনজন রা দূরে সরে যেতে থাকে, এক সময় তপু আবিষ্কার করে সে একা। বড়ই একা।
নিসংগ কিশোরের এই দুঃসহ জীবনে বন্ধুত্যের হাত বাড়িয়ে দিল তার বিচিত্র সব সঙ্গী সাথী। তাদের নিয়ে সে কি পাড়ি দিতে পারবে তার বান্ধবহীন এ জীবন?
“আমি তপু” নিসংগ এক কিশোরের বেঁচে থাকার ইতিহাস। নিষ্ঠুরতার ইতিহাস এবং ভালো বাসার ইতিহাস।
No comments:
Post a Comment